আর্চারদের এবারও সেরা হওয়ার লক্ষ্য

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে আগামী রোববার শুরু হচ্ছে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। এবারও সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের আর্চারদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 01:07 PM
Updated : 5 May 2018, 01:07 PM

পাঁচটি দলীয় ইভেন্ট এবং মেয়েদের রিকার্ভ এককে হীরা মনির সোনা মিলিয়ে ২০১৭ সালের প্রতিযোগিতায় ছয়টি সোনা জিতেছিল বাংলাদেশ।
 
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে শনিবার সংবাদ সম্মেলনের এক ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গতবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনা জেতা রোমান সানা সেরা হওয়ার লক্ষ্য জানান।
 
“গতবার আমরা সব মিলিয়ে ছয়টি সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও একই লক্ষ্য আমাদের। প্রস্তুতিও ভালো হয়েছে। সবাই ভালো অবস্থায় আছে। আশা করি, গতবারের মতো এবারও আমরা দেশকে সাফল্য এনে দিতে পারব।”
 
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল জানান ১৮ দেশের খেলোয়াড়রা এবারের প্রতিযোগিতায় অংশ নেবে।
 
“এটা ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের অধীনে হওয়া একটা টুর্নামেন্ট। এবার অংশ নেওয়া ১৮টি দেশের মধ্যে ১৭টিই মুসলিম প্রধান দেশ। নেপালকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তারাও সাড়া দিয়েছে। আসলে আইএসএসএফ চাইছে সব দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করার।”
 
“গতবার আমরা যে প্রতিযোগিতা করেছিলাম, সেটা র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ছিল না। অনেক ইকুইপমেন্ট আমরা গতবার ধার করে এনেছিলাম। এবার সেটা আমরা কিস্তিতে কিনে নিয়ে এসেছি। সব ইকুইপমেন্ট থাকায় এবার এটা র‌্যাঙ্কিং টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে।”
 
ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আগামী ৫ বছর বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজনের জন্য অনুমতি দিয়েছে বলেও জানান চপল।