আর্সেনালকে হারিয়ে ফাইনালে আতলেতিকো

বিদায় বেলায় ইউরোপা লিগের শিরোপা জয় করা হলো না আর্সেন ভেঙ্গারের। আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে গেছে দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 02:53 AM
Updated : 4 May 2018, 02:53 AM

বৃহস্পতিবার রাতে সেমি ফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে আতলেতিকো। এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

লিওঁতে ১৬ মের ফাইনালে আতলেতিকোর প্রতিপক্ষ অলিম্পিক মার্সেই।

ওয়ান্দা মেত্রোপোলিতানোতে প্রধমার্ধের যোগ করা সময়ে অঁতোয়ান গ্রিজমানের বাড়ানো বল ধরে গায়ে লেগে থাকা এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা।

২২ বছর দায়িত্বে থাকার পর এই মৌসুম শেষে আর্সেনাল ছাড়তে যাওয়া ভেঙ্গার দলকে কখনও ইউরোপীয় কোনো শিরোপা জেতাতে পারেননি।

অন্য সেমি-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব জাইল্টসবুকের মাঠে ২-১ গোলে হারে মার্সেই। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে ফ্রান্সের ক্লাবটি।