বার্সার ‘ডাবল’ উদযাপন

রোববার লা লিগা শিরোপা নিশ্চিত হতেই চলতি মৌসুমের ঘরোয়া ডাবল পূর্ণ হয়েছে বার্সেলোনার। পরদিনই লা লিগা ও কোপা দেল রে ট্রফি নিয়ে বার্সেলোনা নগরী ঘুরে তা উদযাপন করেছে ভালভেরদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2018, 12:02 PM
Updated : 1 May 2018, 12:09 PM

হাজারো ভক্ত-সমর্থক রাস্তার দুই পাশে ভিড় করেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের দেখার জন্য। তাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বার্সেলোনা খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন লেখা টি-শার্ট পরে উৎসবে মাতেন সুয়ারেস, রাকিতিচরাও। বিজয়ীর বেশে ছাদখোলা ক্লাব বাসে বার্সেলোনার রাস্তা প্রদক্ষিণ করে পুরো দল।

রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচে হাতে রেখে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এটি লা লিগা ইতিহাসে কাতালান দলটির ২৫তম আর শেষ দশ মৌসুমে সপ্তম শিরোপা। ৩৩টি শিরোপা নিয়ে ওপরে শুধু রিয়াল মাদ্রিদ।

লিগে এখনও অপরাজিত বার্সেলোনা অবশিষ্ট ম্যাচ না হারলেই মাত্র তৃতীয় দল হিসেবে গড়বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি। অবশ্য ৩৮ ম্যাচের লা লিগায় বার্সেলোনাই হবে এমন কীর্তি গড়া প্রথম দল।

এর আগে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের টানা চতুর্থ শিরোপা ঘরে তোলে স্প্যানিশ পরাশক্তিরা।