পরিসংখ্যানে বার্সার লা লিগার শিরোপা জয়

বার্সেলোনা লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল চার ম্যাচ বাকি থাকতেই। কাতালান দলটির দাপুটে এই পারফরম্যান্স ফুটে উঠেছে ক্রীড়া উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার পরিসংখ্যানেও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 09:34 AM
Updated : 30 April 2018, 12:10 PM

রোববার লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে লা লিগার শিরোপা জয় করে বার্সেলোনা।

ঘরোয়া ডাবল জয়ে অভিষেক মৌসুমটা দারুণ কাটল আথলেতিক বিলবাও থেকে ২০১৭ সালের মে মাসে বার্সেলোনায় যোগ দেওয়া স্প্যানিশ কোচ এরনেস্তো ভালভেরদের।

শুরু থেকেই দারুণ গতিতে ছুটতে থাকা বার্সেলোনা একটু পথ হারায় মৌসুমের মাঝামাঝি এসে। সেই সুযোগে ব্যবধান কমায় দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ। তবে কাম্প নউয়ে মেসির দুর্দান্ত ফ্রি-কিকে আতলেতিকোকে ১-০ গোলে হারানোর পর আর ফিরে তাকাতে হয়নি বার্সেলোনাকে।

অপটার পরিসংখ্যানে বার্সেলোনার লা লিগা জয়:

২৫- নিজেদের ইতিহাসে ২৫তম লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। ৩৩টি শিরোপা নিয়ে কাতালান দলটির ওপরে শুধু রিয়াল মাদ্রিদ। 

৪- বার্সেলোনা শিরোপা নিশ্চিত করেছে ৪ ম্যাচ হাতে রেখেই। এটি ২১ শতকে স্পেনের শীর্ষ লিগে দ্রুততম শিরোপা জয়ের রেকর্ড।

৩৪- চলতি মৌসুমে লা লিগায় ৩৪ ম্যাচ অপরাজিত ভালভেরদের দল। ১৯৭৯-৮০ মৌসুমে সর্বোচ্চ ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল রিয়াল সোসিয়েদাদের। সেটি ভেঙে এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ে বার্সেলোনা।

২৬- লা লিগার শিরোপা নিশ্চিত করতে চলতি মৌসুমে ২৬ ম্যাচ জিতেছে বার্সেলোনা। আটটি ম্যাচে ড্র করেছে ভালভেরদের দল।

৩- চলতি মৌসুমে লা লিগায় অবশিষ্ট চার ম্যাচে অপরাজিত থাকলে টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয় দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বার্সেলোনা। প্রথম দল হিসেবে ১৯৩২ সালে এই কীর্তি গড়ে রিয়াল মাদ্রিদ (তখন ১৮ ম্যাচের লিগ ছিল)।

৪১- শেষ ৪১ ম্যাচে লা লিগায় অপরাজিত বার্সেলোনা। টুর্নামেন্টে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে কাতালান দলটি। ৩৮ ম্যাচ অপরাজিত থেকে আগের রেকর্ডটি ছিল রিয়াল সোসিয়েদাদের। 

১৬- এ মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে ১৬ জন খেলোয়াড় গোল করেছেন। সর্বোচ্চ ৩২ গোল নিয়ে সবার ওপরে লিওনেল মেসি।