মেসির আরেকটি রেকর্ড

ক্যারিয়ার জুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করেছেন বার্সেলোনা তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2018, 08:26 PM
Updated : 29 April 2018, 09:28 PM

রোববার রাতে দেপোর্তিভো লা করুনার মাঠে দলের দ্বিতীয় গোল করে অনন্য কীর্তিটি গড়েন মেসি। ৩৮তম মিনিটে ডান দিক থেকে পায়ের বাইরের অংশ দিয়ে উঁচু করে দূরের পোস্টে বল বাড়ান লুইস সুয়ারেস। আর দুরূহ কোণ থেকে ভলিতে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফরোয়ার্ড।

২০০৯-১০ মৌসুমে প্রথমবার লিগে ৩০ গোল করেছিলেন মেসি। এরপর টানা তিন মৌসুমে এই সাফল্য ধরে রাখেন তিনি। ২০১১-১২ মৌসুমে লিগে ৫০ গোলের অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন মেসি। পরের মৌসুমে করেছিলেন ৪৬টি।

মাঝে শুধু ২০১৩-১৪ মৌসুমে ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি মেসি। ২০১৪-১৫ মৌসুমে ৩৮ ম্যাচ খেলে ৪৩ গোল করেছিলেন তিনি। আর গত মৌসুমে লিগে ৩২ ম্যাচে করেন ৩৭ গোল।

দেপোর্তিভোর বিপক্ষে শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে তার মোট গোল ৩২টি।

ম্যাচটি ৪-২ গোলে জিতে ২৫তম লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা।