‘রিয়ালকে ৭-২ গোলে হারানো উচিত ছিল বায়ার্নের’

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে হার নয়, বরং ৭-২ গোলে জেতা উচিত ছিল বলে মনে করেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জসুয়া কিমিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2018, 11:57 AM
Updated : 26 April 2018, 11:58 AM

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর ২-১ গোলে হারে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা বায়ার্নকে ২৮তম মিনিটে এগিয়ে নেন কিমিচ। খেলার ধারার বিপরীতে ৪৪তম মিনিটে মার্সেলোর গোলে সমতা আনে রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে খেলছিল বুন্ডেসলিগার টানা ষষ্ঠ শিরোপা নিশ্চিত করা বায়ার্ন। তবে ৫৭তম মিনিটে রাফিনিয়ার ভুলে রিয়ালকে জয়সূচক গোলটি এনে দেন মার্কো আসেনসিও। আগামী মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।

প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়া জেরোম বোয়াটেংয়ের বদলি হিসেবে খেলা নিকলাস জুলে মনে করেন বায়ার্নের ৫-২ গোলে জেতা উচিত ছিল।

“আমি মনে করি, কখনোই আমি মিউনিখে কোন ম্যাচে রিয়াল মাদ্রিদকে এতটা দুর্বল দেখিনি।”

জুলের এমন চিন্তা নিয়ে কি ভাবছেন এ প্রশ্নের জবাবে কিমিচ বলেন, “আমি তো ৭-২ বলতাম।”

ম্যাচে দারুণ খেলা ২৩ বছর বয়সী জার্মান ডিফেন্ডার দাবি করেন, তার গোলটি ভাগ্যপ্রসূত নয় বরং আগে থেকেই করা পরিকল্পনার অংশ।