নেপালকে হারিয়ে ভলিবলে বাংলাদেশের শুভসূচনা

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে শুভসূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নেপালকে ৩-১ সেটে হারিয়েছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 01:43 PM
Updated : 21 April 2018, 03:20 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এক পর্যায়ে ১৭-১২ পয়েন্টে এগিয়ে থাকা স্বাগতিকরা হেরে যায় ২৬-২৪ ব্যবধানে।

দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ দিকে নেপাল জোর চেষ্টা করলেও ব্যবধান কমাতে পারেনি। হেরে যায় ২৫-১৮ পয়েন্টে।

নিজেদের মধ্যে সমন্বয় ফেরায় তৃতীয় সেটে আরও ভালো খেলতে থাকে বাংলাদেশ। এক পর্যায়ে ১৪-৪ ব্যবধানে এগিয়ে থাকা ফখরুদ্দিন-হরসিতরা জিতে নেন ২৫-১৪ পয়েন্টে। দলও এগিয়ে যায় ২-১ সেটে।

চতুর্থ সেটে জমে ওঠে দুই দলের লড়াই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশ ২৫-২১ পয়েন্টে জিতে যায়।

শুরুটা নড়বড়ে হওয়ার কারণ হিসেবে ম্যাচ শেষে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কথা বলেন অধিনায়ক হরসিত বিশ্বাস।

“কিছু ভুল বোঝাবুঝির কারণে প্রথম সেটে হেরেছি। পরে কোচ আমাদের নানাভাবে উজ্জীবিত করেছেন। টেকনিক্যালি ও ট্যাকটিকালি বিভিন্ন দিক ধরিয়ে দেন। ফলে পরের তিন সেটে আমাদের খেলা ভালো হয়েছে এবং আত্মবিশ্বাস নিয়েই পরের তিন সেট জিতেছি।”

“গ্রুপে আমাদের দ্বিতীয় ম্যাচ মালদ্বীপের সঙ্গে। সোমবার এ ম্যাচটি জিতে গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করতে চাই।”