বার্সায় দীর্ঘদিন থাকতে চান দেম্বেলে

ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনাতেই স্থায়ী হতে চান উসমান দেম্বেলে। যদিও কাম্প নউয়ে এখনও নিজের সেরাটা দেখাতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 12:06 PM
Updated : 16 April 2018, 06:23 PM

গত আগস্টে ১০ কোটি ৫০ লাখ ইউরোতে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় আসেন ২০ বছর বয়সী দেম্বেলে। হ্যামস্ট্রিংয়ের চোটে মৌসুমের শুরুতে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি তিনি। এ পর্যন্ত লা লিগায় খেলেছেন মাত্র ১২ ম্যাচ।
 
তবে একটি টিভি অনুষ্ঠানে বার্সেলোনাতেই নিজেকে প্রমাণ করতে চাওয়ার কথা জানান দেম্বেলে।
 
“আমি মাত্র এক মৌসুম শেষেই দল ছাড়তে যাচ্ছি না। আমি বার্সেলোনার সাথে ৫ বছরের চুক্তি করেছিলাম। আমি এখানে দীর্ঘ সময় থাকছি।”
 
অনেকেই বলছেন, আতলেতিকো মাদ্রিদ থেকে অঁতোয়ান গ্রিজমানকে কাম্প নউয়ে আনতে চাওয়ার গুঞ্জন সত্যি হলে একাদশে জায়গা পাওয়া আরও কঠিন হবে দেম্বেলের। কিন্তু দেম্বেলের দাবি বার্সেলোনার মতো ক্লাবে দলে জায়গা পেতে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক।
 
“এটা বার্সা। এটা এমনই। আমি খুশি যে ফিলিপে কৌতিনিয়ো দলে এসেছে।”