রোনালদো  নয়, মেসির মতো নেইমার: পেলে

খেলার ধরনে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসির সঙ্গে নেইমারের মিল বেশি বলে মনে করেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2018, 12:46 PM
Updated : 7 April 2018, 12:46 PM

ব্যালন ডি’অর পুরস্কারে ২০১৫ ও ২০১৭ সালে তৃতীয় হন নেইমার। দুইবারই রোনালদো ও মেসির পেছনে ছিল তার অবস্থান। ব্রাজিলের হয়ে পেলের গড়া সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙার পথে থাকা ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে অনেকেই মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করে থাকেন।   

তবে নেইমারের খেলার সক্ষমতা অনেকটাই মেসির মতো বলে দাবি পেলের। আর ফিনিশিংয়ে রোনালদোর দক্ষতা ১৯৬২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল দলে সাবেক দুই সতীর্থ ভাভা ও কৌতিনিয়োকে মনে করিয়ে দেয় বলে জানালেন অনেকের দৃষ্টিতে বিশ্বের সেরা এই ফুটবলার।

ইএসপিএন ব্রাজিলকে পেলে বলেন, “নেইমারকে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করা হয়। আমি বেশ কয়েকবার বলেছি, বন্ধুদের বলেছি, সাক্ষাৎকার দিয়েছি…ক্রিস্তিয়ানো চমৎকার একজন খেলোয়াড়। ফিনিশার হিসেবে সে আমাদের ভাভা, কৌতিনিয়োর মতো।”

“নেইমারের খেলা অনেকটাই মেসি-স্টাইলের মতো, যে খেলা গড়ে তুলতে পারে, সেই সঙ্গে গোল করতে পারে।”