‘ইতিহাসে জায়গা পাবে রোনালদোর গোলটি’

ক্রিস্তিয়ানো রোনালদোর গোলটি যেন প্লেস্টেশনের গেমে হওয়া গোলের মতো। প্রতিপক্ষ দলের  ডিফেন্ডার আন্দ্রেয়া বারজাগলি মনে করছেন, বাইসাইকেল কিকে করা দুর্দান্ত গোলটি ফুটবল ইতিহাসে জায়গা পাবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 01:49 PM
Updated : 4 April 2018, 01:49 PM

তুরিনে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইউভেন্তুসকে ৩-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়া রোনালদো ৬৩তম মিনিটে দানি কারভাহালের ক্রসে জাদুকরী বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন।
 
পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর গোলটির প্রশংসায় ইউভেন্তুসের রক্ষণভাগের খেলোয়াড় বারজাগলি বলেন, “এটা একটা প্লেস্টেশন গোল ছিল।”
 
“আপনি যখন বিশ্বের অন্যতম শক্তিশালী কারোর বিপক্ষে খেলবেন তখন আপনার সর্বোৎকৃষ্ট হতে হবে।”
 
“সে এমন একটি গোল করেছে যা ইতিহাসে জায়গা করে নেবে। আক্ষেপ যে গোলটা এসেছে আমাদের বিপক্ষে।”
 
“হয়তো আরও কিছু আমাদের প্রাপ্য ছিল। তবে আমাদের আরও গোল খাওয়ার ঝুঁকিও ছিল। আমরা পরাজয়টা মেনে নিয়েছি। আমাদের এগিয়ে যেতে হবে।”