‘মেসির জন্য আতলেতিকোর শিরোপা সম্ভাবনা ক্ষীণ’

এবারের লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার লিওনেল মেসিকে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে দেখছেন দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদের কোচের মতে, তাদের লিগ শিরোপা জয়ের সম্ভাবনা ক্ষীণ করে দিয়েছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2018, 10:26 AM
Updated : 2 April 2018, 10:26 AM

স্পেনের শীর্ষ লিগে রোববার রাতে নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে ১-০ গোলে হারায় আতলেতিকো। এই জয়ে ৩০ ম্যাচে সিমেওনের দলের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৭। ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। আটটি করে ম্যাচ বাকি দুই দলের।
 
এর মধ্যে শনিবার সেভিয়ার মাঠে খেলতে গিয়ে চলতি লিগে প্রথম বারের মতো হারতে বসেছিল বার্সেলোনা। দীর্ঘক্ষণ দুই গোলের ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক দল। বদলি হিসেবে মেসি মাঠে নামার পরই বদলে যায় ম্যাচটির দৃশ্যপট। তার নৈপুণ্যে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের দল।    
 
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে স্বদেশি মেসিকেই মূল ব্যাপার হিসেবে দেখছেন সিমেওনে।
  
দেপোর্তিভোর বিপক্ষে জয়ের পর আতলেতিকোর কোচ বলেন, “আমরা এরই মধ্যে দেখেছি সেভিয়ার মাঠে কী ঘটেছে। মেসি না থাকলে সেভিয়া ২-০ গোলে জিততে পারতো। …মেসিই গুরুত্বপূর্ণ নিয়ামক।”