সবচেয়ে বড় হারের রেকর্ড স্পর্শ আর্জেন্টিনার

স্পেনের বিপক্ষে ৬-১ গোলে গুঁড়িয়ে গিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড স্পর্শ করেছে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2018, 10:01 AM
Updated : 28 March 2018, 10:15 AM

মঙ্গলবার রাতে মাদ্রিদে দিয়েগো কস্তা ও ইসকোর গোলে ২৭ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বিরতির কিছুক্ষণ আগে নিকোলাস ওতামেন্দি ব্যবধান কমালে ম্যাচে ফেরার আশা জাগে অতিথিদের।

তবে দ্বিতীয়ার্ধে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি আর্জেন্টিনা। হ্যাটট্রিক পূরণ করেন ইসকো আর একবার করে বল জালে পাঠান ইয়াগো আসপাস ও থিয়াগো আলকান্তারা।

এর আগে শেষবার আর্জেন্টিনা পাঁচ গোলের ব্যবধানে হেরেছিল ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে; বলিভিয়ার মাঠে ৬-১ গোলে হেরেছিল তারা। ১৯৫৮ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার কাছে একই ব্যবধানে হেরেছিল দক্ষিণ আমেরিকার দেশটি।

অন্যদিকে, বিশ্বকাপ জয়ী কোনো দলের বিপক্ষে স্পেনের এটা সবচেয়ে বড় জয়।