কাভানির গোলে উরুগুয়ের জয়

এদিনসন কাভানির একমাত্র গোলে চায়না কাপের ফাইনালে ওয়েলসকে হারিয়েছে উরুগুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2018, 05:06 PM
Updated : 26 March 2018, 05:06 PM

সোমবার চীনে প্রতিযোগিতাটির শিরোপা লড়াইয়ের ৪৯তম মিনিটে গোলটি করেন পিএসজির তারকা স্ট্রাইকার কাভানি।

প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর আক্রমণের মাত্রা বাড়ায় উরুগুয়ে। বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেসের গোলের দুটি প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে ব্যবধান আরও বাড়াতে পারতো উরুগুয়ে।

ম্যাচের বাকি সময়ে গোলটি শোধ করতে পারেনি গ্যারেথ বেলের ওয়েলস। একবার গোলের খুব কাছে এসেও ব্যর্থ হন দলটির মিডফিল্ডার লি ইভান্স।  

ওয়েলসের কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচে পরাজয় দেখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগস।

সেমি-ফাইনালে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছিল ওয়েলস। ম্যাচটিতে হ্যাটট্রিক করে দেশটির হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করেন বেল।

অপর সেমি-ফাইনালে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। ম্যাচটিতে একটি গোল করে দেশের হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন সুয়ারেস।