শনিবার শুরু তৃতীয় দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ

চার দেশের প্রতিযোগীদের নিয়ে আগামী শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ‍তৃতীয় আসর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 03:03 PM
Updated : 22 March 2018, 03:03 PM

২০০৬ সালে বিকেএসপিতেই বসেছিল প্রতিযোগিতাটির প্রথম আসর। ২০০৮ সালে ভারতের জামসেদপুরে দ্বিতীয় প্রতিযোগিতা হওয়ার দশ বছর পর তৃতীয় আসর মাঠে গড়াচ্ছে।

বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল-এই চার দেশের পুরুষ-মহিলা মিলিয়ে ৬৩ জন আর্চার প্রতিযোগিতায় অংশ নেবেন বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগের একক, দলীয় ও মিশ্র মিলিয়ে ১০টি ইভেন্টে ১০টি পদকের লড়াইয়ে নামবেন আর্চাররা। এ লক্ষ্যে ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল:

রিকার্ভ পুরুষ: রোমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও মোহাম্মদ ইব্রাহিম।

রিকার্ভ মহিলা: বিউটি রায়, রাবেয়া খাতুন, রাদিয়া আক্তার শাপলা ও নাসরিন আক্তার।

কম্পাউন্ড পুরুষ: আবুল কাশেম মামুন, রতন মিয়া, অসীম কুমার ও আশিকুজ্জামান অনয়।

কম্পাউন্ড মহিলা: রোকসানা আক্তার, সুস্মিতা বণিক, সোমা বিশ্বাস ও বন্যা আক্তার।