পর্তুগাল দলে ফিরলেন রোনালদো

মিশর ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচের পর্তুগাল দলে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 09:46 AM
Updated : 16 March 2018, 09:46 AM

নভেম্বরে সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে খেলেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এরপর থেকে জাতীয় দলে বিশ্রামে ছিলেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। 

পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর পাশাপাশি মিশর ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ সদস্যের দলে ফিরেছেন রিকার্দো কারেসমা। তবে পায়ের আঙুলে চোটের কারণে দলে নেই পেপে। আর দল থেকে বাদ পড়েছেন নানি।

এসি মিলানের হয়ে প্রথম মৌসুমটায় বাজে ফর্মে থাকলেও জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন আন্দ্রে সিলভা। সেরি আয় এখন পর্যন্ত ১৭ ম্যাচে একটি মাত্র গোল করেছেন এই স্ট্রাইকার। তবে মোনাকোর হয়ে ফর্মে থাকলেও ফের্নান্দো সান্তোসের দলে ডাক মেলেনি ফরোয়ার্ড রনি লোপেসের।

দল নিয়ে কোচ সান্তোস বলেন, “আমি প্রায় ৪০জন খেলোয়াড়ের উপর নজর রাখছি। তবে তাদের কেবল ভালো খেলার চেয়ে আরও বেশি কিছু করতে হবে। তাদেরকে আমাদের দর্শনের সাথেও মানিয়ে নিতে হবে।”

“যেসব খেলোয়াড় আমাদের সঙ্গে নভেম্বরে ছিল এবং এখন নেই তারা বিশ্বকাপের ভাবনায় এখনও আছে।”