সিলভার জোড়া গোলে শিরোপার কাছে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে দাভিদ সিলভার জোড়া গোলে স্টোক সিটিকে হারিয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 10:06 PM
Updated : 12 March 2018, 10:06 PM

সোমবার অবনমন অঞ্চলের দলটিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

শেষ আট ম্যাচের তিনটিতে জিতলে আর কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানচেস্টার সিটি। অবশ্য আগামী দুই রাউন্ডে এভারটন ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গুয়ার্দিওলার শিষ্যদের।

ম্যাচের দশম মিনিটে গোছানো এক আক্রমণে এগিয়ে যায় সিটি। সতীর্থের বাড়ানো বল গাব্রিয়েল জেসুস ধরে ডান দিকে রাহিম স্টার্লিংকে পাস দেন। আর ইংলিশ মিডফিল্ডারের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলটি করেন দাভিদ সিলভা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে শিরোপা জয়ের কাছে চলে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮১। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।

৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ৪ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৮।