চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-বার্সাকে এড়াতে চান ইউভেন্তুস কোচ

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের পাশাপাশি ছন্দে থাকা বার্সেলোনাকেও এড়াতে চান ইউভেন্তুস কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 11:49 AM
Updated : 12 March 2018, 11:49 AM

এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে রিয়াল ও ইউভেন্তুস। কাম্প নউয়ে বুধবার শেষ ষোলোর ফিরতি লেগে চেলসির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে ১-১ গোলে ড্র করায় প্রতিপক্ষের মাঠে গোলের সুবিধা নিয়ে শেষ আটের পথে কিছুটা এগিয়ে আছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।

এবারের আসরে শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারলে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলবে জিনেদিন জিদানের দল। শেষ ষোলোর দুই লেগেই দাপটের সঙ্গে পিএসজিকে হারায় তারা। 

গত বছর এই শিরোপা জয়ের খুবই কাছে চলে এসেছিল ইউভেন্তুস। কিন্তু শেষ পর্যন্ত কার্ডিফে ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরে হতাশ হতে হয় তাদের। এর আগে ২০১৪-১৫ মৌসুমে বার্লিনের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হারে দলটি।

সেরি আয় রোববার নিজেদের মাঠে উদিনেজেকে ২-০ গোলে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগ ভাবনা নিয়ে আল্লেগ্রি বলেন, “বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় দলকে এড়ানোর আশা আমার।”

“আমি মনে করি, প্রতিযোগিতাটি জয়ে মাদ্রিদ ফেভারিট। তারা কেবল চ্যাম্পিয়ন্স লিগের উপরই নজর দিচ্ছে।”