যুব গেমসের প্রথম স্বর্ণ পাবনার শুটার লিমনের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2018 05:38 PM BdST Updated: 11 Mar 2018 07:01 PM BdST
বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণ জিতেছেন পাবনা জেলার শুটার মেহেদী হাসান লিমন।
গুলশান শুটিং কমপ্লেক্সে রোববার ওপেন সাইট এয়ার রাইফেলে ২৪৭ স্কোর গড়ে সেরা হন লিমন। ঢাকা বিভাগের হয়ে খেলা গুলশান শুটিং ক্লাবের ফজলে রাব্বি ২৩৯ স্কোর গড়ে দ্বিতীয় হন।
প্রথমবারের মতো হওয়া যুব গেমসের প্রথম স্বর্ণ জিতে দারুণ খুশি লিমন। আগামীতে দেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য পাবনার এই তরুণের।
“খুবই ভালো লাগছে; এই আনন্দ ভাষায় প্রকাশের নয়। এ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মতো অনেকেই বের হয়ে আসবে।”
“শুনেছি এখানে যারা ভালো করবে, তাদের ফেডারেশনে রেখে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এটা হলে সত্যিই অনেক ভালো হবে। আমার স্বপ্ন জাতীয় পর্যায়ে খেলা এবং দেশকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দেওয়া।”
১২ বছর বয়সে শুটিং শুরু করা লিমন এই প্রথম বড় কোনো পদক জিতলেন। বর্তমানে ১৬ বছর বয়সী এই শুটার জানালেন তার শুটিংয়ে আসার গল্প।
“কোচ ওসমান গণি আমার মামার বন্ধু। ওনার বাড়ি আমাদের বাড়ির ঠিক পাশেই। ছোট বেলায় তাদের দেখে শুটিংয়ে আসার আগ্রহ জাগে। কোচের কারণেই যুব গেমসে এমন ফল করতে পেরেছি।”
সোনাজয়ী শিষ্যকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত কোচ গণিও, “লিমন খুবই মেধাবী, পরিশ্রমী ছেলে। এ বয়সী ছেলেদের দুরন্তপনা, চঞ্চলতা থাকে। কিন্তু সে খুবই শান্ত, ধীরস্থির। কথা খুব কম বলে। রেঞ্জেও সে সবসময়ই মনোযোগী ছাত্র।”
ওপেন সাইট এয়ার রাইফেলের মেয়েদের বিভাগে সেরা হয়েছেন পিরোজপুর রাইফেল ক্লাবের জিন্নাত কবির সূচনা (২৩৫ স্কোর)। মেট্রোপলিটন শুটিং ক্লাব চট্টগ্রামের সায়রা আরেফিন (২৩১ স্কোর) পেয়েছেন রৌপ্য।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সাকিবুল আলম আল-আমিন ২৮১ স্কোর গড়ে সোনা জিতেছেন। মেট্রোপলিটন শুটিং ক্লাব চট্টগ্রামের কাজী সাজেদুল হোসেন ২৭৭ স্কোর গড়ে পেয়েছেন রুপা।
এই ইভেন্টের মেয়েদের বিভাগে কুষ্টিয়া রাইফেল ক্লাবের ফারবিন চৌধুরী রিথীকা ২৯৪ স্কোর গড়ে শুলশান শুটিং ক্লাবের মায়েদা মুমতাহিনাকে (২৯০ স্কোর) পেছনে ফেলে স্বর্ণ জয় করেন।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে নেত্রকোনা রাইফেল ক্লাবের শেখ শাহজালাল সাদমান ২৭০ স্কোর গড়ে সোনা এবং শুলশান শুটিং ক্লাবের রওনক চৌধুরী ২৬২ স্কোর গড়ে রুপা জিতেছেন। মেয়েদের বিভাগে কুষ্টিয়া রাইফেল ক্লাবের নিলুফার ইয়াসমিন ২৭৩ স্কোর গড়ে সোনা, গুলশান শুটিং ক্লাবের শামী আক্তার ২৬৪ স্কোর গড়ে রুপা পেয়েছেন।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার