২ গোলে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেমানিয়া মাতিচের শেষ মুহূর্তের গোলে অবনমন অঞ্চলে থাকা ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 04:13 AM
Updated : 6 March 2018, 04:13 AM

সোমবার রাতে নিজেদের মাঠে ম্যাচের একাদশ মিনিটে অ্যান্ড্রোস টাউনসেন্ডের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ইংলিশ এই উইঙ্গারের বাঁ পায়ের জোরালো শট ডিফেন্ডার ভিক্তর লিনদেলোভের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে পাট্রিক ফন আনহল্টের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের সুবাস পায় প্যালেস।

তবে সাত মিনিট পর আন্তোনিও ভালেন্সিয়ার ক্রসে ক্রিস স্মলিংয়ের হেডে ব্যবধান কমে।

আর ৭৬তম মিনিটে ফিরে সমতা। আলেক্সিস সানচেসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে ক্রসবারে লেগে ফিরলে ডি-বক্সে জটলার মাঝে বল পেয়ে যান রোমেলু লুকাকু। মাথা ঠাণ্ডা রেখে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে জোরালো ভলিতে গোল করে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে ইউনাইডেটকে দারুণ এক জয় এনে দেন মাতিচ।

এই জয়ে ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা লিভারপুল আগামী শনিবার খেলতে যাবে ওল্ড ট্র্যাফোর্ডে।

৭৮ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি।

৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। ৫৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য লড়ছে চেলসি। ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা প্রায় শেষ।