বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহারের পথ খুলল

ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিজ বা ভিএআর ব্যবহারের বিষয়ে অনুমোদন দিয়েছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি। ফলে এ বছরের বিশ্বকাপে এ প্রযুক্তি ব্যবহারের পথ খুলল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 01:47 PM
Updated : 3 March 2018, 03:08 PM

শনিবার জুরিখে এক বৈঠকে ভিএআর ব্যবহারের বিষয়ে সর্বসম্মতিক্রমে অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

এখন জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপে রাশিয়া বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে কি-না, সে বিষয়ে আগামী ১৬ মার্চ এক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আইএফএবির মতে ম্যাচে কেবল চারটি সিদ্ধান্ত নিতে ভিএআর ব্যবহৃত করা যাবে - সেগুলো হলো: গোল, পেনাল্টি ও সরাসরি লাল কার্ড নিয়ে সিদ্ধান্ত এবং ভুল করে কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে।

২০১৬ সালের ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি প্রথমবার ব্যবহৃত হয়। চলতি মৌসুমে জার্মানি ও ইতালির ঘরোয়া ফুটবলে ‘ভিএআর’ ব্যবহার করা হচ্ছে।