রিয়ালের বিপক্ষে নেইমারকে পেতে আশাবাদী পিএসজি কোচ

পিএসজি কোচ উনাই এমেরি আশা করছেন নেইমারের চোট মারাত্মক নয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2018, 06:39 AM
Updated : 26 Feb 2018, 09:01 AM

গত রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিজেদের মাঠে মার্শেইকে ৩-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পায়ে ব্যথা পান নেইমার। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

দারুণ জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেলেও ম্যাচ শেষে নেইমারের চোট নিয়ে হতাশার কথা জানান এমেরি।

“আমরা দেখিয়েছি যে, এটা আমাদের জন্য খুবই বিশেষ একটা ম্যাচ ছিল এবং আমরা দারুণ একটা ফলও পেয়েছি। নেইমারের চোট পাওয়াটাই একমাত্র নেতিবাচক ব্যাপার। আমরা আশা করি, এটা মারাত্মক কিছু না; কিন্তু আমাদের মেডিকেল পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে রিয়ালের কাছে হারে পিএসজি। সেরা আটে ঠাঁই পেতে হলে আগামী ৬ মার্চে প্যারিসে ফিরতি লেগে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে পিএসজিকে।

“অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে; কিন্তু যদি আজই বিষয়টা নিয়ে কিছু বলতে হয়, তাহলে আমি বলব, হ্যাঁ, সে খেলবে।”