সালাহর বাঁ পায়ের রেকর্ড

লা লিগায় হরহামেশাই লিওনেল মেসির বাঁ-পায়ের জাদুতে গোল পেতে দেখা যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে সে জাদুই দেখাচ্ছেন মোহামেদ সালাহ। ইপিএলের ইতিহাসে এক মৌসুমে বাঁ-পায়ে সর্বোচ্চ গোল করার কীর্তি যে এখন মিশরের এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 04:08 AM
Updated : 25 Feb 2018, 04:08 AM

অ্যানফিল্ডে গত শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের ৫১তম মিনিটে রেকর্ড গড়েন সালাহ। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের বাড়ানো বল বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন তিনি।

চলতি লিগে সালাহর গোল হলো ২৩টি; এর মধ্য বাঁ-পায়ে ২০টি। ইপিএলের ইতিহাসে এক মৌসুমে বাঁ-পায়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের চেয়ে বেশি গোল আর কেউ করেনি!

আগের রেকর্ডটিও ছিল লিভারপুলের হয়ে খেলা ইংলিশ ফরোয়ার্ড রবি ফাউলারের। ১৯৯৪-৯৫ মৌসুমে বাঁ-পায়ে ১৯ গোল করেছিলেন তিনি। চলতি মাসের শুরুতে সাউথ্যাম্পটনের বিপক্ষে গোল করে ফাউলারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সালাহ।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহর গোল ৩১টি। ২৩ গোল নিয়ে লিগে যৌথভাবে শীর্ষে রয়েছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনের সঙ্গে।