মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থ নেইমার

লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। ম্যাচটিতে ব্রাজিলের তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2018, 09:48 AM
Updated : 24 Feb 2018, 09:48 AM

নিজেদের মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় মার্সেইয়ের মুখোমুখি হবে কোচ উনাই এমেরির দল। অক্টোবরে দলটির বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলের ড্রয়ে একটি গোল করা নেইমারকে লাল কার্ড দেখে বহিষ্কৃত হতে হয়েছিল।

মার্সেইয়ের বিপক্ষে এবারের লড়াইয়ের আগে নেইমার ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে।

ম্যাচটিতে অনিশ্চয়তা আছে পেট ব্যথায় ভোগা ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির খেলা নিয়েও।

অনুশীলন শেষে শুক্রবার সাংবাদিকদের এমেরি বলেন, "দুইজন খেলোয়াড় অনুপস্থিত ছিল, ভেরাত্তি ও নেইমার।”

“ভেরাত্তি ফিজিওর সঙ্গে অনুশীলন করেছে। সে শতভাগ সুস্থ বোধ করছে না। নেইমার অসুস্থ। তবে আশা করছি, শনিবার সে অনুশীলনে ফিরবে এবং রোববার খেলতে পারবে। তার কোনো চোট নেই। গ্যাস্ট্রোএন্টারাইটিস ও হালকা জ্বর।”