‘চমৎকার কিছু করেই চলেছে রোনালদো’

পিএসজিকে হারানোর ম্যাচে জোড়া গোলের পাশাপাশি অনন্য কীর্তি গড়া ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 09:06 AM
Updated : 15 Feb 2018, 10:13 AM

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে পিএসজিকে ৩-১ গোলে হারায় রিয়াল। দলের জয়ে জোড়া গোল করেন রোনালদো। গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটিতে এক ক্লাবের হয়ে শততম গোল করার কীর্তি।

ম্যাচ শেষের ৩৩ বছর বয়সী পর্তুগিজ এই ফরোয়ার্ডের প্রশংসায় জিদান বলেন, “রোনালদোকে নিয়ে প্রতিদিন একই কথা বলা কঠিন। সে চমৎকার কিছু করেই চলেছে।”

শুরুতে পিছিয়ে পড়লেও রিয়ালের জয়টা প্রাপ্য ছিল বলে মনে করেন জিদান। আগামী ৬ মার্চে পিএসজির মাঠে ফিরতি লেগ নিয়েও সতর্ক ফরাসি এই কোচ।

“সব মিলিয়ে আমরা ভালো একটা ম্যাচ খেললাম। আমরা ওপরে উঠে খেলেছি এবং যখন তারা এগিয়ে গিয়েছিল, তখনও আমরা নিজেদের খেলাটা চালিয়ে গিয়েছিলাম। জয়টা প্রাপ্য ছিল। আজ রাতে দারুণ একটা জয় পেয়েছি আমরা।”

“কিন্তু আমরা জানি, এখনও একটা ম্যাচ বাকি -এটা খুবই কঠিন ম্যাচ হবে। গত বছরও আমরা দেখেছি, যখন আপনি প্রতিপক্ষের মাঠে খেলবেন, তখন যে কোনো কিছু হতে পারে।”

ম্যাচের পর রিয়াল সমর্থকদের প্রশংসা করেন রোনালদো। জিদানও তাদের ধন্যবাদ দিতে ভোলেননি।

“সমর্থকরা ছিল চাবিকাঠি। কখনোই তারা হাল ছাড়েনি, এমনকি যখন আমরা ১-০ গোলে পিছিয়ে ছিলাম, তখনও তারা আমাদের উৎসাহ দিয়ে গেছে।”