টটেনহ্যামের বিপক্ষে দিবালাকে পাচ্ছে না ইউভেন্তুস

চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে দলের অন্যতম সেরা ফরোয়ার্ড পাওলো দিবালাকে পাওয়ার আশা ছিল ইউভেন্তুসের। কিন্তু কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের জন্য যে দল দিয়েছেন, সেখানে ঠাঁই হয়নি চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারা আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 04:14 AM
Updated : 13 Feb 2018, 04:14 AM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের মুখোমুখি হবে ইউভেন্তুস।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত শুক্রবার ফিওরেন্তিনার বিপক্ষে সেরি আর ম্যাচে খেলতে পারেননি দিবালা। তবে শোনা যাচ্ছিল, টটেনহ্যামের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে না থাকলেও বেঞ্চে থাকতে পারেন তিনি।

সতীর্থদের সঙ্গে দিবালা অনুশীলন করায় সে সম্ভাবনাও পেয়েছিল বাড়তি মাত্রা। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নেননি আল্লেগ্রি।

গত জানুয়ারিতে ক্যালিয়ারির বিপক্ষে ইউভেন্তুসের ১-০ গোলে জেতা ম্যাচে সর্বশেষ খেলা দিবালা চলতি মৌসুমে এ পর্যন্ত ১৭ গোল করেছেন। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে এখনও গোল পাননি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।