বার্নলির মাঠে ম্যানসিটির হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই জয়ের পর ফের হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পেপ গুয়ার্দিওলার দলকে রুখে দিয়েছে বার্নলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2018, 02:33 PM
Updated : 3 Feb 2018, 03:03 PM

শনিবার বার্নলির মাঠ থেকে ১-১ ড্র করে ফিরেছে সিটি। অক্টোবরে ঘরের মাঠে দলটিকে ৩-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি।

গত ১৪ জানুয়ারি লিভারপুলের মাঠে হারের পর গত দুই রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে জিতেছিল গুয়ার্দিওলার শিষ্যরা।

 ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা সিটি প্রতিপক্ষের জমাট রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারছিল না। এর মাঝে ২২তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে চমৎকার বাঁকানো শটে উপরের ডান কোনা দিয়ে বল জালে পাঠান দানিলো।

আট মিনিট পর ইংলিশ ডিফেন্ডার বেন মির দারুণ ভলি ঝাঁপিয়ে ঠেকান সিটি গোলরক্ষক এদেরসন। আর ৩৯তম মিনিটে কেভিন ডি ব্রুইনের নিচু শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে উড়িয়ে মারেন রাহিম স্টার্লিং। তিন মিনিট পর আবারও দূরপাল্লার শটে চেষ্টা চালান দানিলো। তবে এ যাত্রায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের শট ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন গোলরক্ষক নিক পোপ।

৬৯তম মিনিটে আইসল্যান্ডের মিডফিল্ডার ইয়োহান বার্গের জোরালো শট ঝাঁপিয়ে এক হাত দিয়ে কোনোমতে ঠেকান এদেরসন। বল তার হাত ছুঁয়ে পোস্টে লাগে। দুই মিনিট পর ছয় গজ বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে বাইরে মারেন স্টার্লিং।

৮২তম মিনিটে ডান দিক থেকে ম্যাথিউ লোটনের চমৎকার একটি ক্রস ছয় গজ বক্সের ঠিক বাইরে পেয়ে ভলিতে দলকে মূল্যবান ১ পয়েন্ট পাইয়ে দেন ইয়োহান বার্গ।

২৬ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৬৯। বার্নলির পয়েন্ট ৩৬।