টটেনহ্যামের বিপক্ষে অনিশ্চিত দিবালা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2018 08:03 PM BdST Updated: 03 Feb 2018 08:03 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রথম লেগের আগে পাওলো দিবালার চোট কাটিয়ে ওঠা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
নিজেদের মাঠে আগামী ১৩ ফেব্রুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির মুখোমুখি হবে ইউভেন্তুস।
সেরি আয় গত ৬ জানুয়ারি কাইয়ারির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে ঊরুতে চোট পান দিবালা। এর পর থেকেই মাঠের বাইরে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
আক্রমণভাগের এই খেলোয়াড়কে ছাড়া গত তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে ইউভেন্তুস। হজম করেনি কোনো গোল। লিগের শীর্ষে থাকা নাপোলি থেকে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখার পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতায় গত ৯ ম্যাচের সবকটিতে জিতেছে দলটি।
এর মধ্যে গত বুধবার আতালান্তার বিপক্ষে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে চোট পান ইউভেন্তুসের মিডফিল্ডার দগলাস কস্তা ও ফেদেরিকো বের্নারদেস্কি। সেজন্য অবশ্য দিবালাকে পাওয়া নিয়ে কোনোরকম তাড়াহুড়ো করতে চান না আল্লেগ্রি।
"দিবালা ভালোভাবে সেরে উঠছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুতির প্রশ্নে আমাদের এখনও বিবেচনা করতে হবে।"
আক্রমণভাগে বিকল্প কমে যাওয়ায় পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও বের্নারদেস্কিকে নামানো হতে পারে বলে জানিয়েছেন ইউভেন্তুস কোচ।
আল্লেগ্রি বলেন, "স্বাভাবিকভাবে দিবালা, হুয়ান কুয়াদরাদো ও দগলাস কস্তা বাইরে থাকলে একমাত্র বের্নারদেস্কিই বাকি থাকবে। সেক্ষেত্রে দাঁত চেপে হলেও তাকে খেলতে হবে। সে খুব বেশি ব্যথা অনুভব না করলে খেলবে।"
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট