দ্বিতীয় হতে লড়ছে ম্যানইউ: মরিনিয়ো

ম্যানচেস্টার ইউনাইটেড এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে লড়ছে বলে জানিয়েছেন কোচ জোসে মরিনিয়ো। তার মতে, লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরা সম্ভব না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2018, 04:23 PM
Updated : 2 Feb 2018, 04:23 PM

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড থেকে ১৫ পয়েন্টের এগিয়ে শীর্ষে আছে পেপ গুয়ার্দিওলার দল। এমন অবস্থায় শিরোপার আশা ছেড়ে দিয়েছেন মরিনিয়ো।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার লিগে হাডার্সফিল্ড টাউনের মুখোমুখি ইউনাইটেড। ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, “ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, বাকিদের মধ্যে প্রথম হতে পয়েন্টগুলো দরকার আমাদের। দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে চেষ্টা করতে হবে আমাদের।”  

“পুরো মৌসুম জুড়েই আমরা এই জায়গায় আছি। প্রথম দিকের কয়েকটি সপ্তাহ আমরা প্রথম ছিলাম। আমার মনে হয়, এরপর থেকে সবসময় আমরা দ্বিতীয় স্থানে ছিলাম।”

“আমাদের এই জায়গাটায় থাকার চেষ্টা করতে হবে। এটা সহজ নয়। কারণ, খুব ভালো অনেকগুলো দল আছে।”

এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২২ জয় ও দুই ড্র নিয়ে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ৬৮। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৫৩। ৩ পয়েন্ট করে কম নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।