ফাইনালে ওঠার লড়াই শেষ হয়নি: সুয়ারেস

ঘরের মাঠে ভালেন্সিয়াকে হারালেও কোপা দেল রের ফাইনালে ওঠার লড়াই এখনও অনেক বাকি বলে মনে করেন লুইস সুয়ারেস। ফিরতি লেগে প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন বার্সেলোনার এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2018, 12:38 PM
Updated : 2 Feb 2018, 12:38 PM

কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা।

ম্যাচ জুড়ে আধিপত্য দেখালেও অতিথিদের জমাট রক্ষণ ভাঙ্গতে পারছিল না বার্সেলোনার খেলোয়াড়রা। অবশেষে ৬৭তম মিনিটে বাইলাইন থেকে লিওনেল মেসির বাড়ানো বল পেয়ে হেডে একমাত্র গোলটি করেন সুয়ারেস। 

এই জয়ে খুব বেশি এগিয়ে থাকার সুযোগ দেখছেন না আক্রমণভাগের এই খেলোয়াড়।

ম্যাচ শেষে সুয়ারেস বলেন, "ব্যবধান খুব সামান্য। এখনও ৯০ মিনিট বাকি আছে। ভালেন্সিয়া ঘরের মাঠে সবসময় বেশি শক্তিশালী। কোপা দেল রের সেমি-ফাইনালে তারা আরও শক্তিশালী হবে।"

এই নিয়ে কোপা দেল রেতে নিজেদের মাঠে গত পাঁচ বছর ধরে অপরাজিত থাকলো বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় কাতালান ক্লাবটি সবশেষ ঘরের মাঠে হেরেছিল ২০১৩ সালে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

ভালেন্সিয়ার বিপক্ষে এই জয়সূচক গোল নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে সুয়ারেসের গোল হলো ১২টি। দারুণ এই ফর্ম ধরে রাখতে চান উরুগুয়ের এই স্ট্রাইকার।