বার্সার অনুশীলনে কৌতিনিয়োকে অভিনন্দন মেসি-পিকের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2018 03:49 PM BdST Updated: 21 Jan 2018 03:49 PM BdST
বার্সেলোনার হয়ে প্রথম অনুশীলনে আসা ফিলিপে কৌতিনিয়োকে অভিনন্দন জানিয়েছেন দলটির অভিজ্ঞ দুই খেলোয়াড় লিওনেল মেসি ও জেরার্দ পিকে।
চলতি মাসের শুরুতে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান কৌতিনিয়ো। তবে ঊরুর চোটের কারণে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।
লা লিগায় রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় রিয়াল বেতিসের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। এর আগের দিন নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মাঝ মাঠের এই খেলোয়াড়।
Bem-vindo! Great to see @Phil_Coutinho training with his new Barça team-mates today! #ForçaBarça pic.twitter.com/hw6iGHCJKB
— FC Barcelona (@FCBarcelona) January 20, 2018
বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা দলের অনুশীলনের কিছু ছবিতে দেখা যাচ্ছে, অনুশীলনে আসা ২৫ বছর বয়সী কৌতিনিয়োকে অভিনন্দন জানাচ্ছেন ফরোয়ার্ড মেসি ও ডিফেন্ডার পিকেসহ সতীর্থরা।
লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৫১। ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০। ভিয়ারিয়াল ৩৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ১৮ ম্যাচ খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি