লিগ শিরোপার আশা ছাড়েনি রিয়াল: বার্সা কোচ

লা লিগায় রিয়াল মাদ্রিদ অনেক পিছিয়ে পড়লেও দলটি এখনও শিরোপা ধরে রাখার আশা ছাড়েনি বলে মনে করেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 08:39 AM
Updated : 15 Jan 2018, 09:00 AM

দারুণ ছন্দে থাকা বার্সেলোনা চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত আছে। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-২ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি।

দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ৯। আর চতুর্থ স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল থেকে ভালভেরদের দল এগিয়ে ১৯ পয়েন্টে।

সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পর ভালভেরদে বলেন, "আমার মতে, এখনই কোনো দল লা লিগা জয়ের আশা ছাড়েনি। আতলেতিকো মাদ্রিদ ছাড়েনি, ভালেন্সিয়াও ছাড়েনি এবং ব্যবধান বেশ বড় ও গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও রিয়াল মাদ্রিদও নিশ্চয় তা ভাবেনি।"

"আমি ছাড়তাম না। আমার মনে হয়, তারাও এখনও আশা ছাড়েনি।"

১৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫১। আতলেতিকোর পয়েন্ট ৪২। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩২।