মনে হচ্ছে আমরা ডুবে যাচ্ছি: মার্সেলো

লা লিগায় ভিয়ারিয়ালের কাছে হারের পর ভেঙে পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো। ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের মনে হচ্ছে, ডুবে যাচ্ছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 11:40 AM
Updated : 14 Jan 2018, 12:34 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হারে রিয়াল। ম্যাচের শেষ দিকে স্বাগতিকদের হতাশায় ডুবানো একমাত্র গোলটি করেন পাবলো ফোরলানস। নিজেদের ইতিহাসে রিয়ালের মাঠে এটাই প্রথম জয় ভিয়ারিয়ালের। 

১১ বছর ধরে রিয়ালে থাকা মার্সেলো ম্যাচ শেষে বলেন, "এখানে আমার অভিজ্ঞতার অন্যতম বাজে পরিস্থিতি এটা।"

"আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করছি…গোল করার চেষ্টা করছি। কিন্তু সফলতা আসছে না।"

এই পরাজয়ে রিয়ালের লা লিগার শিরোপা ধরে রাখার আশা শেষই বলা যায়। ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জিনেদিন জিদানের দল। এই জায়গা থেকে আর এক ধাপ নিচে গেলেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা হারাবে তারা। ১৬ পয়েন্ট বেশি নিয়ে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে টেবিলের শীর্ষে।

দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান ১০; আর তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার সঙ্গে ব্যবধান ৮।  

মার্সেলো বলেন, "আমরা হতাশ, ক্রুদ্ধ, মনে হচ্ছে আমরা ডুবে যাচ্ছি।"