কোচের কাছে বার্সাই সেরা

দল নিয়ে আগেও খুশি ছিলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো ও কলম্বিয়ান ডিফেন্ডার জেরি মিনা যোগ দেওয়ায় দলের শক্তি আরও বেড়েছে। ভালভেরদেরও তাই আবারও বললেন, বার্সেলোনাই সেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 08:44 AM
Updated : 14 Jan 2018, 08:44 AM

রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে লা লিগার ম্যাচ খেলতে যাবে শীর্ষে থাকা বার্সেলোনা। এ ম্যাচে চোটে ভোগা কৌতিনিয়োকে পাচ্ছেন না ভালভেরদে। তবে মিনাকে পাচ্ছেন। এ ম্যাচ সামনে রেখে বার্সেলোনা নিয়ে নিজের মনোভাবটা জানান ভালভেরদে।

“এই দুই জনের আসার আগেও দল নিয়ে আমি খুশি ছিলাম এবং এই দুজনের একজনকে আমি গ্রীষ্মের শেষে পাব; অন্যজনকে এখনই পাচ্ছি।”

“যখন আমি আথলেতিকের কোচ ছিলাম, তখন ভাবতাম বার্সেলোনা সেরা এবং এখন আমি সেটা দেখতে পাচ্ছি, বার্সাই বিশ্বের সেরা দল।”

নতুন শিষ্য মিনার বার্সেলোনার কৌশলের সঙ্গে কিভাবে মানিয়ে নেন, সেটা দেখার অপেক্ষাও আছেন ভালভেরদে।

“সে বাতাসে এবং রক্ষণে দারুণ। তাকে অনুশীলনে দেখেছি...এখন দেখতে হবে সে কিভাবে দলের সঙ্গে মানিয়ে নেয়। এটা গুরুত্বপূর্ণ। তবে তাকে দেখে আমাদের মনে হয়েছে, সে যে কোনো কিছু করতে পারবে।”