চলতি দল-বদলে কাউকে চান না জিদান

জানুয়ারির দল-বদলে নতুন কাউকে দলে টানতে ইচ্ছুক নন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান। লা লিগা শিরোপা লড়াইয়ে দলের পিছিয়ে পড়ার দায়ও নিজের কাঁধে নিচ্ছেন এই ফরাসি কোচ।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 04:33 PM
Updated : 8 Jan 2018, 04:33 PM

লা লিগায় রোববার রাতে সেল্তা ভিগোর মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরে রিয়াল। শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ১৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে দলটি।

রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনাটা প্রায় শেষই বলা যায়। স্পেনের শীর্ষ লিগে এখন পর্যন্ত কোনো দলের ১০ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শিরোপা জয়ের ইতিহাস নেই।

সংবাদ মাধ্যমে গুঞ্জন, আথলেতিক বিলবাওয়ের গোলকিপার কেপা আরিসাবালাগা, চেলসির দুই বেলজিয়ান খেলোয়াড় থিবো কর্তোয়া ও এডেন হ্যাজার্ড, টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন সহ আরও অনেক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ আছে রিয়ালের। 

রিয়ালের শক্তি বাড়ানোর প্রয়োজন কি-না, এমন এক প্রশ্নের জবাবে জিদান সাংবাদিকদের বলেন, “না, এই মুহূর্তে আমি কাউকে চাই না।”

“৩১ জানুয়ারির আগ পর্যন্ত আমরা দেখবো। তবে এই মুহূর্তে দরকার নেই। কেন? কারণ, আমি আমার দল নিয়ে খুশি।”

লা লিগায় প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচ ড্র নিয়ে ফিরল রিয়াল। প্রতিপক্ষের মাঠে গত চার ম্যাচের একটিতেও জয় পায়নি তারা।

এ প্রসঙ্গে জিদান বলেন, “আমাকেই সমস্যাটা খুঁজে বের করতে হবে। কারণ, আমিই দায়ী। আমি ও আমরা চেষ্টা করবো।”

“সম্প্রতি, আমরা নিয়মিত ভালো খেলছি না। আমাদের যেমনটা খেলা উচিত তেমন খেলছি না। আমাদের দায়িত্বে আমাদের আরও বেশি আত্মবিশ্বাস থাকতে হবে। হয়তো পুরো ৯০ মিনিট ভালোভাবে খেলার আত্মবিশ্বাসটা আমাদের নেই।”

লা লিগায় ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রিয়াল আছে চার নম্বরে। ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ, ৩৭ পয়েন্ট নিয়ে তিনে ভালেন্সিয়া।