তরুণদের খেলায় মুগ্ধ জিদান

গ্যারেথ বেল ও দানি কারবাহাল ছাড়া নুমানসিয়ার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশের বাকি নয় জনই ছিলেন অনিয়মিত। তারা কোচকে হতাশ করেনি। এনে দিয়েছে জয়। ম্যাচ শেষে তাই তরুণদের প্রশংসায় পঞ্চমুখ হলেন জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 06:01 AM
Updated : 5 Jan 2018, 06:01 AM

গত বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে নুমানসিয়ার মাঠে ৩-০ গোলে জিতে রিয়াল। পেনাল্টি থেকে বেল ও বদলি হিসেবে নামা ইসকো লক্ষ্যভেদ করেন। অন্য গোলটি বোরহা মায়োরালের।

তরুণদের নিয়ে কথা বলতে গিয়ে নুমানসিয়ার হাল না ছাড়া মানসিকতার প্রশংসাও করেন জিদান।

“এখানে খেলতে আসাটা সহজ ছিল না; তারা ভালো খেলে আসছে। তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছিল, কিন্তু আমরা ভালো ফল পেয়েছি।”

“এই খেলোয়াড়দের অনেকে নিয়মিত খেলে না এবং তারা এমন একটা দলের বিপক্ষে খুবই ভালো খেলেছে, যারা হাল ছাড়ে না। যারা এ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে এবং ভালো কিছু অর্জন করেছে, তাদের জন্য আমি খুশি।”

কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখলেও ফিরতি লেগ নিয়ে সতর্ক জিদান।

“সবকিছু এখনও নিষ্পত্তি হয়ে যায়নি। দ্বিতীয় লেগেও আমরা অবশ্যই আরেকটি সিরিয়াস ম্যাচ খেলব। এ ম্যাচে দ্বিতীয়ার্ধে আমরা কিছু সমস্যায় পড়েছিলাম; তারা দশ জনের দলে পরিণত হওয়ার পরও। কিন্তু সব মিলিয়ে আমি খুশি।”