সিটির ‘ক্লান্তি’ নিয়ে উদ্বিগ্ন নন গুয়ার্দিওলা 

ব্যস্ত সূচির কারণে ক্লান্তিতে ম্যানচেস্টার সিটির ছন্দপতন হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 11:57 AM
Updated : 26 Dec 2017, 11:57 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে সিটি। এখন পর্যন্ত ১৯ ম্যাচের ১৮টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ম্যাচগুলোতে দলটি গোল পেয়েছে ৬০টি। তাদের থেকে ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অসাধারণ খেলতে থাকা সিটির যেন এতটুকু ফুরসত নেই। বড়দিনের সময়টাতেও খেলা নিয়ে ভাবতে হচ্ছে তাদের। এতে দলটিকে ক্লান্তি পেয়ে বসতে পারে বলে অনেকের ধারণা। তবে বিষয়টা নিয়ে চিন্তিত নন গুয়ার্দিওলা।

“অবসাদ পেয়ে বসবে, আমি এমনটা মনে করি না। এটা হতে পারে। কিন্তু আমাদের যথেষ্ট ভালো একটি দল আছে।”

“অবশ্যই, এই সময়টায় খেলোয়াড়দের আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। প্রতি চার দিনে আমাদের একটা করে ম্যাচ আছে।”

বুধবার প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে খেলতে নামবে গুয়ার্দিওলার সিটি।