১০০ মিটার হার্ডলসে সুমিতা, হাই জাম্পে সজীব সেরা

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার হার্ডলসে সেরা হয়েছেন সুমিতা রানী। ছেলেদের হাই জাম্পে সোনা জিতেছেন সজীব হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 03:58 PM
Updated : 23 Dec 2017, 03:58 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার মেয়েদের ১০০ মিটার হার্ডলসে বাংলাদেশের জেলের সুমিতা ১৫ দশমিক ০০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে এ নিয়ে ১৮বার স্বর্ণপদক জিতলেন তিনি।

অবশ্য ২০১০ সালে ঢাকা এসএ গেমসের টাইমিং (১৩ দশমিক ৯৯) পেরুতে পারেননি সুমিতা। গত সামার অ্যাথলেটিকসে (হ্যান্ড-টাইমিং) শেষ করেছিলেন ১৪ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে।  জাতীয় পর্যায়েও তার সেরা টাইমিং ১৩ দশমিক ৮০। নিজের আগের পারফরম্যান্সের ধারেকাছে যেতে না পারলেও সুমিতা সামনের এসএ গেমসে ভালো করতে আশাবাদী।

“আমাদের সংস্থা বাংলাদেশ কারা কর্তৃপক্ষের তো মাঠ নেই। বিকেএসপি গিয়ে অনুশীলন করতাম। বিকেএসপি মাঠ সংস্কার করায় সেখানে করতে পারছি না। কাশিপুরে একটা লেন আছে ওখানেই অনুশীলন করেছি।”

“এখনও আমাকে উন্নত সুযোগ-সুবিধা দেওয়া হলে অবশ্যই সম্ভব। গত এসএ গেমসে স্বর্ণপদক এসেছে ১৩.৯৯ সেকেন্ডে। উন্নত প্রশিক্ষণ পেলে তার চেয়ে ভাল করতে পারব। আমি এখনও আশাবাদী।”

ছেলেদের হাই জাম্পে ২ মিটার অতিক্রম করে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এম সজীব হোসেন। ২০১০ সালে ২ দশমিক ১১ মিটার অতিক্রম করাই তার ব্যক্তিগত সেরা। সিনিয়র পর্যায়ে ১৯বার সেরা হওয়া এই অ্যাথলেটের স্বপ্নও সামনের এসএ গেমস নিয়ে।

“গত বছর এসএ গেমসের স্বর্ণ জয়ী লাফিয়েছিল ২.১৭ মিটার। আমরা যে সুযোগ সুবিধা পেয়ে ২ মিটার লাফাচ্ছি, আরও উন্নত সুযোগ-সুবিধা পেলে আরও ১৭ সেন্টিমিটার লাফানো খুব কঠিন নয়। আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে ২.২০ উচ্চতা অতিক্রম করা।"

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ম্যারাথনে (পুরুষ) বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ নুরুজ্জামান ২ ঘণ্টা ৩৬ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন।

১ হাজার ৫০০ মিটার দৌড়ে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন ৪ মিনিট ৩ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। এই ইভেন্টের মেয়েদের বিভাগে সেনাবাহিনীর সুমী আক্তার (৫ মিনিট ৩২ দশমিক ৮০ সেকেন্ড) সেরা হন।

মেয়েদের লং জাম্পে বাংলাদেশ নৌবাহিনীর আইরিন আক্তার (৫ দশমিক ৩২ মিটার)প্রথম হন।

মেয়েদের ডিসকাস থ্রোয়ে নৌবাহিনীর জাফরিন আক্তার (৩৫ দশমিক ৮২ মিটার), ট্রিপল জাম্পে নৌবাহিনীর মনজুরুল মোল্লা (১৪ দশমিক ৯৮ মিটার), ৫০০০ মিটার (পুরুষ) নৌবাহিনীর আল আমিন ১৫ দশমিক ৩০ মিনিট সময় নিয়ে সেরা হন।