ক্লাসিকোয় খেলতে প্রস্তুত রাফিনিয়া

চোটের কারণে আট মাস বাইরে থাকার পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 03:47 PM
Updated : 19 Dec 2017, 03:47 PM

আগামী শনিবার এবারের লা লিগার প্রথম ক্লাসিকোয় রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলতে যাবে কাতালুনিয়ার ক্লাবটি।

এপ্রিলে গ্রানাদার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর ডান হাঁটুতে  দুইবার অস্ত্রোপচার করাতে হয় রাফিনিয়াকে।

সুস্থ হয়ে এ মাসেই দলের সঙ্গে অনুশীলনে ফিরেন তিনি। ২২ বছর বয়সী এই খেলোয়াড় এখন মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত বলে সোমবার জানায় বার্সেলোনা কর্তৃপক্ষ।

চোটের কারণে বেশ কজন খেলোয়াড়কে রিয়ালের বিপক্ষে পাচ্ছে না বার্সেলোনা। রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য  ছিটকে গেছেন পাকো আলকাসের।

আর আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন উসমানে দেম্বেলে ও জেরার্দ দেউলোফেউ।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে লিগে বেশ ভালো অবস্থানে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। আর এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ৩১।