সুয়ারেস-পাওলিনিয়োর গোলে বার্সার বড় জয়

দুর্ভাগ্য যেন ঘিরে ধরেছিল লিওনেল মেসিকে। তবে আটকানো যায়নি বার্সেলোনাকে। লুইস সুয়ারেস ও পাওলিনিয়োর গোলে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 09:39 PM
Updated : 17 Dec 2017, 10:13 PM

রোববার রাতে ঘরের মাঠে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। দুটি করে গোল করেন সুয়ারেস ও পাওলিনিয়ো।

স্কোরলাইন হতে পারতো অনেক বড়; কিন্তু ভাগ্য সহায় ছিল না। মেসির তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে। স্পট কিকেও পাননি জালের দেখা।

কাম্প নউয়ে ম্যাচ শুরুর আগে তুমুল করতালির মধ্যে ২০১৬-১৭ মৌসুমে লিগের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন সু দর্শকদের সামনে তুলে ধরেন মেসি।

ম্যাচের তৃতীয় মিনিটে সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে পারতেন তিনি। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার পাস ডি-বক্সে গোল করার মতো পজিশনে পেয়ে উড়িয়ে মারেন আর্জেন্টাইন তারকা।

২৬তম মিনিটে মেসির জোরালো কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে আবারও রুবেনের নৈপুণ্যে বেঁচে যায় অতিথিরা; আলেইশ ভিদালের শট কর্নারের বিনিময়ে ঠেকান স্প্যানিশ এই গোলরক্ষক।

দুই মিনিট পর কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সেলোনা। ইনিয়েস্তার ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল মেসি বুক দিয়ে নামিয়ে ডানে ফাঁকায় সুয়ারেসকে বাড়ান। অনায়াসে বল জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার।

৩৭তম মিনিটে মেসির শট পোস্টে লাগে। চার মিনিট পর এক জনকে কাটিয়ে তার নেওয়া দুর্দান্ত আরেকটি শট পোস্টে বাধা পায়। তবে এ যাত্রায় ফিরতি বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন পাওলিনিয়ো।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ডান দিক থেকে সের্হিও রবের্তোর দারুণ পাস পেয়ে ব্যবধান আরও বাড়ান সুয়ারেস। এবারের লিগে এটা তার নবম গোল।

সময় এগোলেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি মেসির। ৬৭তম মিনিটে চমৎকার ফ্রি-কিকে রুবেনকে পরাস্ত করলেও পোস্ট এড়াতে পারেননি। দুই মিনিট পর ডি-বক্সে সুয়ারেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু আর্জেন্টিনা অধিনায়কের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শুরু থেকে দুর্দান্ত খেলা অতিথি গোলরক্ষক।

৭৫তম মিনিটে আবারও বার্সেলোনার সামনে পোস্ট বাধা হয়ে দাঁড়ায়! এ পর্বের হতাশা জর্দি আলবার। তবে ফিরতি বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো। 

১৬ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪২। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

শনিবার এইবারের মাঠে হেরে তৃতীয় স্থানে নেমে যাওয়া ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।