জাপানে ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ বাংলাদেশ

জাপানে দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত বিভাগে চতুর্থ হয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2017, 05:24 PM
Updated : 8 Dec 2017, 05:24 PM

শুক্রবার ওয়াকো সিটিতে ১ হাজার ৮৪৯ দশমিক ৭ স্কোর গড়ে চতুর্থ হয় আব্দুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম ও রাব্বী হাসানে গড়া বাংলাদেশ দল। এ ইভেন্টে চীন (১ হাজার ৮৮৫ দশমিক ৯) স্বর্ণ এবং জাপান (১ হাজার ৮৭৬ দশমিক ৬) রৌপ্য জিতেছে।
 
এই ইভেন্টের ব্যক্তিগত পর্যায়ে ফাইনালে উঠতে পারেননি তিন শুটারের কেউই। ৬২০ দশমিক ৯ স্কোর নিয়ে ২৮ প্রতিযোগীর মধ্যে বাকি দ্বাদশ, রিসালাতুল ৬১৫ স্কোর নিয়ে ১৬তম এবং রাব্বী ৬১৩ দশমিক ৮ স্কোর নিয়ে ১৮তম হন। বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা শেষ প্রতিযোগীর স্কোর ৬২৪ দশমিক ২।
 
১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের বিভাগে হতাশ করেছেন উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। ৪১০ দশমিক ১ স্কোর নিয়ে ৩৪ প্রতিযোগীর মধ্যে ২১তম হন তিনি।