জিতেই চলেছে ম্যানসিটি

পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয়ের ধারা ধরে রেখেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 06:04 PM
Updated : 3 Dec 2017, 06:04 PM

রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটির লিগে এটা টানা ত্রয়োদশ জয়।

চলতি মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে চলা সিটিকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রথমার্ধে ঠিক স্বরূপে দেখা যায়নি। বিরতির কিছুক্ষণ আগে গোল খেয়ে বসে তারা; হেডে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার আঞ্জেলো ওগবোন্না।

দ্বিতীয়ার্ধের শুরুতে দানিলোর বদলি হিসেবে গাব্রিয়েল জেসুসকে নামান কোচ। ৫৭তম মিনিটে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নিচু করে বাড়ানো বল পেয়েই কাছ থেকে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

৭১তম মিনিটে এক জনকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জেসুসের জোরালো শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আদ্রিয়ান।

৮৩তম মিনিটে কেভিন ডি ব্রুইনের দারুণ উঁচু করে বাড়ানো বল টোকা দিয়ে জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন দাভিদ সিলভা।

১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল।