শেখ রাসেলকে এবার হারিয়েই দিল ব্রাদার্স
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2017 09:03 PM BdST Updated: 19 Nov 2017 09:04 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে গোলশূন্য ড্রয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় পর্বে শফিকুল ইসলাম মানিকের দলকে হারিয়েই দিয়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার সিও জুনাপিওর একমাত্র গোলে ১-০ ব্যবধানে টানা সাত ম্যাচ অপরাজিত থাকা শেখ রাসেলকে হারিয়েছে ব্রাদার্স। গত অগাস্টে আবাহনী লিমিটেডের কাছে সর্বশেষ হেরেছিল শেখ রাসেল।
লিগে টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার খেলতে নামা শেখ রাসেলের খেলায় গতি থাকলেও আক্রমণে ধার ছিল না। ব্রাদার্স ইউনিয়নও নিজেদের মেলে ধরতে না পারায় গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় ব্রাদার্স। ৭৬তম মিনিটে মাঝমাঠের বাঁ দিকের একটু ওপর থেকে এনামুল হকের লম্বা করে বাড়ানো বলে জুনাপিওর হেড ঠিকানা খুঁজে পায়। কঙ্গোর এই ফরোয়ার্ড ৫৫তম মিনিটে মোহাম্মদ রনির বদলি হিসেবে নেমেছিলেন।
জুনাপিওর গোলেই গত অগাস্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারানোর পর দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে দশম স্থানে আছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল।
রোববার প্রথম ম্যাচে রাফায়েল ওডোইনের জোড়া গোলে টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারানো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩২।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো