জুনিয়র অ্যাথলেটিক্সে হাই জাম্পে ৩ রেকর্ড

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনে হাই জাম্পে তিনটি রেকর্ড হয়েছে। বালক ও বালিকা বিভাগে জিহান ও জান্নাতুল এবং কিশোর বিভাগে মাসুদ রানা রেকর্ড গড়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 03:21 PM
Updated : 5 Nov 2017, 03:21 PM

প্রথম দিন শেষে ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১৩টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের রোববার প্রতিযোগিতার প্রথম দিনে বালকদের  হাই জাম্পে বিকেএসপির জিহান ১ দশমিক ৮১ মিটার ও বালিকাদের ইভেন্টে একই দলের জান্নাতুল ১ দশমিক ৫১ মিটার পার করে নতুন রেকর্ড গড়েছেন।

জিহান ২০০০ সালে পাবনার ইয়াকুব আলীর (১ দশমিক ৭৪ মিটার) ও জান্নাতুল ২০০২ সালে বিজেএমসির রাবেয়া সুলতানার (১ দশমিক ৫০ মিটার) রেকর্ড ভেঙেছেন।

কিশোরদের হাই জাম্পেও রেকর্ড হয়েছে। ২০০৯ সালে বিকেএসপির মাসুদ কায়সারের (১ দশমিক ৮৬ মিটার) গড়া রেকর্ড ভেঙেছেন একই দলের মাসুদ রানা (১ মিটার ৯৫ মিটার)।

২০০ মিটার স্প্রিন্টের কিশোর বিভাগে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার রাকিবুল হাসান (২১ দশমিক ৬০ সেকেন্ড), কিশোরী বিভাগে বিকেএসপির দিশা সুলতানা (২৫ দশমিক ৯০ সেকেন্ড) সেরা হয়েছেন।

২০০ মিটার স্প্রিন্টের বালক বিভাগে নাটোর জেলা ক্রীড়া সংস্থার সুলতান আহমেদ ২২ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। বালিকা বিভাগে সেরা বিকেএসপির রূপা খাতুন সময় নিয়েছেন ২৫ দশমিক ৫০ সেকেন্ড।

কিশোরদের ৮০০ মিটারে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহসান হাবিব (২ মিনিট ০৩ দশমিক ২৪ সেকেন্ড), ও কিশোরীদের ইভেন্টে বিকেএসপির আইভি আক্তার অরিন (২ মিনিট ৩৫ দশমিক ৮০ সেকেন্ড) সেরা হয়েছেন।

বালক-বালিকাদের শটপুটে কিশোরগঞ্জ জেলা সংস্থার মাহমুদুল হাসান শাওন (১২ দশমিক ৭৯ মিটার) ও যশোর জেলা ক্রীড়া সংস্থার মুক্তা খাতুন (৭ দশমিক ৮২ মিটার), কিশোরদের ট্রিপল জাম্পে বিকেএসপির হোসেন মুরাদ (১৩ দশমিক ৭৬ মিটার) সেরা হয়েছেন।

লং জাম্পের বালক বিভাগে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার (৫ দশমিক ৯৫ মিটার) কৃষ্ণ মন্ডল সেরা হয়েছেন।

জ্যাভলিন থ্রোয়ে কিশোর কিভাগে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার তন্ময় বৈদ্য (৫৫ মিটার) প্রথম হয়েছেন।