রিয়ালের ঘুরে দাঁড়ানো নিয়ে সন্দেহ নেই রামোসের

জিরোনার মাঠে হারের রেশ না কাটতেই টটেনহ্যাম হটস্পারের কাছে হার। তবে টানা দুই পরাজয়ের থাক্কা কাটিয়ে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারবে বলে দৃঢ় বিশ্বাস অধিনায়ক সের্হিও রামোসের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2017, 02:26 PM
Updated : 2 Nov 2017, 04:09 PM

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে টটেনহ্যামের মাঠ ওয়েম্বলিতে ৩-১ গোলে হারে রিয়াল। গত রোববার লা লিগায় জিরোনার কাছে ২-১ গোলে হেরেছিল জিনেদিন জিদানের দল। জানুয়ারির পর এই প্রথম টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।

লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে রিয়াল। ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে জিনেদিন জিদানের দলের ব্যবধান ৮ পয়েন্ট। তবে সমস্যা কাটিয়ে দল স্বরূপে ফিরবে বলে বিশ্বাস রামোসের।

“আমরা বুঝি যে, সাম্প্রতিক ফলগুলোয় সমর্থকরা হতাশ হতে পারে। কিন্তু রিয়াল মাদ্রিদ সবসময় ঘুরে দাঁড়ায়।”

“রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতা থেকে বলছি, কয়েকটি ম্যাচ হারলেই মানুষ একটি সংকট নিয়ে কথা বলতে শুরু করে। তাই শান্ত থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে।”

“আমরা আমাদের পছন্দের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছি। আমাদের অবশ্যই শান্ত, ঐক্যবদ্ধ থাকতে হবে।”