সুয়ারেসের ছন্দে ফেরা নিয়ে আশাবাদী বার্সা কোচ

বার্সেলোনার হয়ে অনেক দিন ধরেই ছন্দে নেই লুইস সুয়ারেস। অলিম্পিয়াকোসের মাঠে অনেকগুলো সুযোগ পেলেও গোলের দেখা পাননি। এরপরও শিষ্যের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 10:15 AM
Updated : 1 Nov 2017, 02:39 PM

চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে মঙ্গলবার রাতে অলিম্পিয়াকোসের সঙ্গে বার্সেলোনার গোলশূন্য ড্র করা ম্যাচে সুয়ারেস প্রতিপক্ষের গোলপোস্টে সাতটি শট নেন। কিন্তু একবারও জালের দেখা পাননি এই স্ট্রাইকার। বার্সার হয়ে গোলশূন্য থাকার ম্যাচে এটাই তার সবচেয়ে বেশি শট নেওয়ার ঘটনা। চলতি মৌসুমে উরুগুয়ের এই স্ট্রাইকার সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে করেছেন মাত্র ৩ গোল।

৩০ বছর বয়সী সুয়ারেস তার ভাগ্যের পরিবর্তন করতে পারবে বলে বিশ্বাস ভালভেরদের।

“আমি সুয়ারেসের এই দিকটা অনেক পছন্দ করি। কখনো কখনো গোলটা নির্ভর করে গোলপোস্টের বাঁয়ে বা ডান দিক থেকে আরও এক সেন্টিমিটারের উপর।”

২০১২ সালের পর এই প্রথম ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বের কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হল বার্সেলোনা। দলের এই ফলে হতাশ নন ভালভেরদে। অলিম্পিয়াকোসের সঙ্গে ড্র করলেও শিষ্যদের প্রচেষ্টা মনে ধরেছে তার।