শিষ্যদের প্রশংসায় বার্সা কোচ

অলিম্পিয়াকোসের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হোঁচট খেলেও শিষ্যদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 08:14 AM
Updated : 1 Nov 2017, 08:14 AM

মঙ্গলবার রাতে অলিম্পিয়াকোসের মাঠে গ্রুপ পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ২০১২ সালের পর এই প্রথম ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বের কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হল বার্সেলোনা।

গ্রুপের অন্য ম্যাচে স্পোর্তিং লিসবনের সঙ্গে ইউভেন্তুস ১-১ গোলে ড্র করায় ৩ পয়েন্টের ব্যবধান ধরে রেখে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ভালভেরদের দল। অলিম্পিয়াকোসের মাঠে আশানুরূপ ফল না পেলেও ম্যাচ শেষে শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন বার্সেলোনা কোচ।

“আমাদের কেবল একটা গোলের অভাব ছিল। বেশি সময় বল নিয়ন্ত্রণে রেখে আমরা তাদের গোলমুখের কাছে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা রক্ষণে অসাধারণ কাজ করেছে। পাল্টা আক্রমণে তারা আমাদের আঘাত করার চেষ্টা করেছে। আমরা শেষ ষোলো নিশ্চিত করতে চেয়েছিলাম। কিন্তু ব্যর্থ হয়েছি।”

“এরপরও এটা এক ধাপ এগিয়ে যাওয়া, কিন্তু এটা আমরা চাইনি। খেলোয়াড়রা সর্বোচ্চটা দিয়ে খেলেছে।”

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে গ্রিসের ক্লাবটিতে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন ভালভেরদে। প্রতিপক্ষ হিসেবে ফের এথেন্সে ফিরে এখানকার সমর্থকদের উন্মাদনায় মুগ্ধ হয়েছেন তিনি।