সবার আগে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস

প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে এসেই বাজিমাত করেছে বসুন্ধরা কিংস। দুই ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের খেলার টিকেট পেয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 04:51 PM
Updated : 31 Oct 2017, 04:00 AM

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ম্যাচের ২৬তম মিনিটি রোকনুজ্জামান কাঞ্চনের একমাত্র গোলে বাংলাদেশ পুলিশকে হারায় বসুন্ধরা।

১৬ ম্যাচে নবম জয় পাওয়া বসুন্ধরা ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ারে খেলা নিশ্চিত করল।

১০ দল নিয়ে হওয়া ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল প্রিমিয়ার লিগে খেলার টিকেট পাবে।

২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নওফেল স্পোর্টিং ক্লাব। ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিক্টোরিয়া। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টি অ্যান্ড টি ক্লাব মতিঝিল।

ভিক্টোরিয়া ও টিঅ্যান্ডটি পরের সব ম্যাচ জিতলেও ছুঁতে পারবে না বসুন্ধরাকে। প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করা দলটির সামনে এখন চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

বসুন্ধরার ফরোয়ার্ড কাঞ্চনকে হাতছানি দিচ্ছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ১১ গোল নিয়ে শীর্ষে নওফেলের আনিস। সেরা গোলদাতা হওয়ার লক্ষ্য নিয়ে পরের দুই ম্যাচে নামবেন বলেও সাংবাদিকদের জানান কাঞ্চন।

“আমরা খুব ভাল খেলেই এ পর্যন্ত এসেছি। আমাদের খেলায় সবসময় ধারাবাহিকতা ছিল। তাই দুই ম্যাচ আগেই আমরা প্রিমিয়ার লিগ নিশ্চিত করতে পেরেছি।”

“নিজে গোল করে দলকে প্রিমিয়ারে তোলা অন্যরকম আনন্দের। আগামী দুই ম্যাচে নিজের গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো। শীর্ষ গোলদাতা হয়ে লিগ শেষ করার মজা অন্যরকম।”

সোমবার অপর ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ ভালোভাবে টিকিয়ে রেখেছে নওফেল।