জয়ে ফিরল শেখ রাসেল

টানা দুই ড্রয়ের পর প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথম পর্বের শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে শফিকুল ইসলাম মানিকের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 03:13 PM
Updated : 15 Oct 2017, 03:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় শেখ রাসেল। সতীর্থের বাড়ানো বল নিখুঁত শটে ঠিকানায় পৌঁছে দেন ফজলে রাব্বী।

দ্বিতীয়ার্ধে আরামবাগের রক্ষণে চাপ ধরে রেখে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ রাসেল। ৬৭তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ খালেকুরজ্জামানের কাট ব্যাকে মোহাম্মদ জুলফিকারের হেড জালে জড়ায়।

৮০তম মিনিটে স্পট কিক থেকে ক্যামেরুনের ফরোয়ার্ড ইঙ্গাকা লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরে আগের দুই ম্যাচ হেরে আসা আরামবাগ।

যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত শেখ রাসেল। কিন্তু খালেকুরজ্জামানের জোরালো শট গোলরক্ষক ফিস্ট করার পর বল তার পেছনে ড্রপ খেয়ে ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

১১ ম্যাচে চতুর্থ জয় পাওয়া শেখ রাসেল ১৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আরামবাগ। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগের প্রথম পর্ব শেষ করল চট্টগ্রাম আবাহনী। ২৪ করে পয়েন্ট নিয়ে তাদের পরে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড।

রোববার প্রথম ম্যাচে জুয়েল রানার গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ ব্যবধানে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।

অবস্থান

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল দেওয়া

গোল খাওয়া

গোল পার্থক্য

পয়েন্ট

চট্টগ্রাম আবাহনী

১১

১৪

+১২

২৬

শেখ জামাল

১১

১৯

+১২

২৪

আবাহনী

১১

১৫

+৮

২৪

সাইফ স্পোর্টিং

১১

১৬

+১০

২২

মোহামেডান

১১

১৮

১৩

+৫

১৭

শেখ রাসেল

১১

১২

১১

+১

১৬

টিম বিজেএমসি

১১

১০

১০

+০

১৫

রহমতগঞ্জ

১১

১১

১৩

-২

১১

আরামবাগ

১১

১২

২২

-১০

১০

মুক্তিযোদ্ধা

১১

১৮

-১১

১১

ব্রাদার্স ইউনিয়ন

১১

২০

-১১

১২

ফরাশগঞ্জ

১১

১৯

-১৪