বিজেএমসির কাছে মুক্তিযোদ্ধার হার
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2017 09:21 PM BdST Updated: 14 Oct 2017 09:29 PM BdST
প্রিমিয়ার লিগে একপেশে ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়েছে টিম বিজেএমসি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার প্রথমার্ধের এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি পায় বিজেএমসি। কিন্তু যোগ করা সময়ে সতীর্থের বাড়ানো বলে মেহেদী হাসান তপুর হেড পোস্টে লেগে ফিরে।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসলে ওশিওকার শরীর ঘুরিয়ে নেওয়া ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বিজেএমসির হতাশা আরও বাড়ে।
৫৮তম মিনিটে আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় বিজেএমসি। ডান দিক থেকে মোহাম্মদ শরীফুলের বাড়ানো ক্রসে বদলি এই ফরোয়ার্ডের দারুণ ভলি চোখের পলকে জালে জড়ায়।
মুক্তিযোদ্ধাকে ৭৬তম মিনিটে আরও কোণঠাসা করে ফেলে বিজেএমসি। ডি বক্সের ভেতর থেকে নিজে শট না নিয়ে স্বপন মিয়া বল বাড়ান কিংসলেকে; নাইজেরিয়ার এই ফরোয়ার্ড নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ে বাঁ দিক থেকে মামুনের বাড়ানো ক্রসে কিংসলের প্লেসিং শট ঠিকানা খুঁজে পেলে জয় নিশ্চিত হয়ে যায় বিজেএমসির।
১১ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধার পয়েন্ট ৭। চতুর্থ জয়ের দেখা পাওয়া বিজেএমসি ১৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
শনিবার প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিঠুন চৌধূরীর গোলে ব্রাদার্স ইউনিয়নকে ৪-৩ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
-
ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
টিভিতে আজ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি