আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ হতো অস্বাভাবিক: মেসি

শঙ্কা ছিল ছিটকে যাওয়ার। কিন্তু একুয়েডরকে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে উঠেছে আর্জেন্টিনা। লক্ষ্য পূরণের পর দলটির অধিনায়ক লিওনেল মেসি জানালেন আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ হতো অস্বাভাবিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 05:58 AM
Updated : 11 Oct 2017, 11:26 AM

বাংলাদেশ সময় বুধবার ভোরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পিছিয়ে পড়ার পর একুয়েডরকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। হ্যাটট্রিক করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক মেসি।

বাছাই পর্বে খোঁড়াতে থাকা মেসিদের কম সমালোচনা শুনতে হয়নি। দলের প্রতি খেলোয়াড়দের নিষ্ঠা নিয়েও উঠেছিল প্রশ্ন। এসব কারণে গত বছর নভেম্বর থেকে মেসিরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। একুয়েডরকে হারানোর পর মুখ খুললেন অধিনায়ক।

“আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ হতো অস্বাভাবিক। এই দলটার বিশ্বকাপে না খেলাটা ঠিক হতো না। দলটা বদলাবে; আরও বেড়ে উঠবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে।”

ম্যাচ শুরু হতে না হতেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। শঙ্কার কালো মেঘ আরও জমে ওঠে। কিন্তু ম্যাচ শেষে স্বস্তির হাসি মেসির মুখে।

“সৌভাগ্যজনকভাবে সবকিছু ভালোভাবে হয়েছিল এবং আমরা বিশ্বকাপে উঠেছি। মূল লক্ষ্য পূরণ হওয়ায় এখন আমরা শান্ত।”

“একুয়েডর গোল করার পর সৌভাগ্যক্রমে আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পেরেছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।”